ঢামেকের শিশু বিভাগে ডা. নাজমুন নাহারের নামে ক্লাস রুম

0
216
Spread the love

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শিশু বিভাগে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাজমুন নাহারের নামে ক্লাস রুমের নামকরণ করা হয়েছে। আজ সোমবার এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে অধ্যাপক ডা. নাজমুন নাহারকে শুভেচ্ছা জানানো হয়। পরে তার কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।alobet

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ তার বক্তব্যে অধ্যাপক ডা. নাজমুন নাহারের কর্মময় জীবনের প্রতি অনুপ্রাণিত হয়ে নবীন চিকিৎসকদের আহ্বান জানান। এসময় অন্যান্য অধ্যাপক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে