দেহঘড়ি-সুপারম্যানীয় মস্তিষ্কের কথা

0
1485
Spread the love

আচ্ছা আমাদের মস্তিষ্কে নিউরনের সংখ্যা কত? গুগল মামাকে জিজ্ঞেস করলে উত্তর দেয় ১০০ বিলিয়ন! এই ১০০ বিলিয়ন নিউরনের প্রতিটি নিউরন আবার গড়ে ৭ হাজারটি সিন্যাপটিক সংযোগের মাধ্যমে অন্য নিউরনের সঙ্গে সংযুক্ত। তাহলে মানব মস্তিষ্কের মোট সিন্যাপসের সংখ্যা কত দাঁড়ায়? হিসাবটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সিন্যাপসের সংখ্যাও নাকি কমতে থাকে! তারপরও একজন পূর্ণবয়স্ক মানুষের মোট সিন্যাপসের সংখ্যা দাঁড়ায় ১০০-৫০০ ট্রিলিয়নের মতো! দুঃখের ব্যাপারটা হলো, এত শত নিউরন আর এত সিন্যাপস থাকা সত্ত্বেও আমরা নাকি মস্তিষ্কের কেবল ১০ শতাংশ ব্যবহার করি! এটা একটা কথা হলো? যেখানে ডলফিনের মতো প্রাণীরা নাকি মস্তিষ্কের ২০ শতাংশ পর্যন্ত ব্যবহার করে থাকে! মস্তিষ্কের এত বেশি ব্যবহার করতে পারার কারণেই হয়তো তাদের নিজেদের মাঝে উচ্চ তরঙ্গ ব্যবহার করে যোগাযোগ করতে পারার ক্ষমতা রয়েছে। আচ্ছা এমন যদি হতো, মানুষ তার মস্তিষ্কের ১০০ শতাংশ ব্যবহার করতে পারত? তাহলে কী হতো?

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে