হাতের সৌন্দর্য পুরোটাই বলা চলে নির্ভর করে নখের উপর। এজন্য নখ সুন্দর না থাকলে হাত দেখতেও ভালো লাগে না। নখের পরিচ্ছন্নতা তাই গুরুত্বপূর্ণ। সঠিক আকৃতিতে নখ কাটা, পরিষ্কার রাখা নিয়মিত যত্ন-আত্তির অংশ।
সব ঠিকঠাক থাকলেও অনেকেরই নখ ভেঙে যায় হুটহাট। আর এতে যে হাতের সৌন্দর্য নষ্ট হয় এটা বলাই বাহুল্য। নখ ভাঙে কেন এটা অনেকেই জানেন না তাই নখ ভাঙা আটকাতেও পারেন না। জেনে নিন নখ ভাঙে কেন-
• অতিরিক্ত পরিমাণে পানি দিয়ে কাজ করা যেমন- বাসন ধোয়া, কাপড় কাচা ইত্যাদি নখ ভেঙ্গে যাওয়ার খুবই সাধারণ কারণ।
নখ ভেঙে যাওয়া রোধে বাসন ধোয়া, কাপড় ধোয়া কিংবা রান্নাঘর পরিষ্কার করা তো আর বন্ধ রাখা যায় না। কিন্তু সমাধান হিসেবে এসব কাজ করার আগে গ্লাভস পরে নিতে পারেন। তাহলে হাত পানির সংস্পর্শে কম আসবে আবার নখও ভাঙবে না।
• থাইরয়েড গ্রন্থি সমস্যা, কিডনি সমস্যা,আয়রন বা অন্যান্য খনিজের অভাবও ভঙ্গুর নখের কারণ হতে পারে। থাইরয়েড পরীক্ষা করে নিতে পারেন। এতে ধারণা পাবেন কি কি করা যেতে পারে সমাধান হিসেবে।
• বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শও নখের ক্ষতির কারণ হতে পারে। ক্লোরিন জাতীয় কোন তরল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন যাতে তা নখ স্পর্শ না করতে পারে। নানা রকম ব্লিচ উপাদানও নখের ক্ষতি করে।
• নখের ভেঙে যাওয়া রোধে আর্দ্রতা রক্ষা করাটা জরুরী। রাতে ঘুমানোর আগে অলিভ অয়েল ম্যাসাজ করলে নখ উজ্জ্বল ও শক্ত হয়। গোসল করলে দীর্ঘক্ষণ নখটা ভেজা থাকে তাই গোসলের পরেই ভ্যাসলিনের প্রলেপ নখকে সুরক্ষা দিবে।