নিউইয়র্কে করোনায় মৃত্যুবরণকারীদের দাফনের খরচ দিচ্ছে সরকার

0
601
Spread the love

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে মৃত্যুবরণকারি আড়াই শতাধিক বাংলাদেশিসহ সকল আমেরিকানের লাশ দাফন বাবদ মাথাপিছু সর্বোচ্চ ৭ হাজার ডলার করে প্রদান করা হবে। মার্কিন সিনেটের লিডার নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমার এবং নিউইয়র্কের কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ ৮ ফেব্রুয়ারি সোমবার এ তথ্য প্রকাশ করেছেন।

করোনা স্টিমুলাস আইনে ‘দুর্যোগ-তহবিল খাতে বরাদ্দকৃত ২ বিলিয়ন ডলার থেকে নিউইয়র্ক পাবে ২৬০ মিলিয়ন ডলার এবং সেই অর্থ ব্যয় করা হবে করোনায় মৃত্যুবরণকারিদের দাফন-খরচ বাবদ। এ অর্থ পেতে মৃত্যুবরণকারির ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে সংশ্লিষ্টদের আইডি প্রদর্শন করতে হবে, করোনায় আক্রান্ত হয়েই মারা গেছেন তার সার্টিফিকেট লাগবে এবং দাফন-কাফনের যাবতীয় ব্যয়ের ভাউচার সাবমিট করতে হবে আবেদনের সাথে।

বিদ্যমান রীতি অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মৃত্যুবরণকারিদের স্বজনেরা আবেদন করবেন। তবে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় মৃত্যুবরণের এই সময়সীমা বৃদ্ধিও জন্যে তারা চেষ্টা করছেন বলে জানিয়েছেন দুই জনপ্রতিনিধি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে