বিএসএম গবেষণা প্রতিযোগিতায় প্রথম হলেন ডা. মেহেরুন্নিসা

0
151
Spread the love

বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন (বিএসএম) এর উদ্যোগে আয়োজিত ‘ফাস্ট বিএসএম রিসার্চ ডে’ গবেষণা প্রতিযোগিতায় প্রথম হলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহেরুন্নিসা খানম।

ঢাকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। ‘প্রগ্রেস লিমিটেশন এন্ড স্কোপ অফ মেডিকেল রিসার্চ ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ ফয়েজ।
বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের সভাপতি ডা. টিটু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএসএম’র রিসার্চ সাব কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. রোবেদ আমিন। স্বাগত বক্তব্য রাখেন বিএসএম’র রিসার্চ সাব কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. তানভির ইসলাম।

প্রসঙ্গত, বিএসএম গবেষণা প্রতিযোগিতায় বাংলাদেশের সব মেডিসিন বিশেষজ্ঞ থেকে সদ্য সম্পন্ন গবেষণার এবস্ট্রাক্ট চাওয়া হয়। এরপর জমাকৃত গবেষণা থেকে ছয়টি গবেষণা বাছাই করা হয়। বাছাইকৃত সেরা ৬ জন গবেষককে মূল অনুষ্ঠানে তাঁদের গবেষণা উপস্থাপনা করতে আমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানেই বিজ্ঞ জুরিদের বিচারে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার মাধ্যমে পুরস্কৃত করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন নবীন গবেষকদেরকে উৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে