বিএসএমএম এ লোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট এর শুভ উদ্বোধন

0
331
Spread the love
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট এর শুভ উদ্বোধন
চিকিৎসাসেবা সাথে সাথে কোনো পরীক্ষা-নিরীক্ষা যাতে দেশের বাইরে করাতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে: মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার ১ ডিসেম্বর ২০২১ইং তারিখে কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট (ফেসাল ইমিউনোকেমিকেল টেস্ট-ফিট) এর শুভ উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ রোগীদের সুবিধার্থে মহতী এই টেস্টের শুভ উদ্বোধন করেন। এই টেস্ট বাংলাদেশে এখনও তেমন কোনো জায়গায় হয় না। দুই এক জায়গায় হলেও দাম অনেক বেশী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরী মেডিসিন বিভাগ অতি অল্প মূল্যে এই টেস্টটি করার উদ্যোগ নিয়েছে। এতে করে গরীব রোগীদের অনেক উপকার হবে এবং বাংলাদেশের জনগণ উপকৃত হবে। কোনো ধরণের কাটাছেড়া ছাড়াই শুধুমাত্র স্টুল পরীক্ষার মাধ্যমে এই টেস্টটি সম্পন্ন করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসাসেবা সাথে সাথে কোনো পরীক্ষা-নিরীক্ষা যাতে দেশের বাইরে করাতে না হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষায় বিদেশ নির্ভরতা শূণ্যের কোটায় নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন রোগ নির্ণয়ের সব ধরণের আধুনিক পরীক্ষা-নিরীক্ষার করার কার্যকরী উদ্যোগ নিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং টেস্ট চালু হওয়া মুজিববর্ষে স্বাস্থ্যখাতের একটি উল্লেখযোগ্য অর্জন।
মহতী এই অনুষ্ঠানে ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল ও কলোরেক্টাল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাহাদাত হোসেন সেখ এর যৌথ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, কলোরেক্টাল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ আবু তাহের প্রমুখ বক্তব্য রাখেন। সম্পাদনা: সহকারী অধ্যাপক ডা. এস এম ইয়ার ই মাহাবুব ও সুব্রত বিশ্বাস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে