বুস্টার ডোজ না নিলে বৃটেন সফরে বিধিনিষেধ আসতে পারে

0
688
Spread the love

করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নিতে অস্বীকৃতি জানাবেন যেসব মানুষ তাদের জন্য বৃটেন সফরে বিধিনিষেধ দিতে পারে বৃটিশ সরকার। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, এরই মধ্যে বৃটেনে কমপক্ষে এক কোটি ৬২ হাজার ৭০৪ জনকে এই ডোজ দেয়া হয়েছে। এ তথ্য জাতীয় স্বাস্থ্য সেবা বিষয়ক সংস্থা এনএইচএসের। এর মধ্যে শুধু ইংল্যান্ডে এই টিকা নিয়েছেন ৮৫ লাখ মানুষ। শনিবার ইংল্যান্ডে রেকর্ড ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষ একদিনেই এই টিকা নিয়েছেন। তা সত্ত্বেও ৮০ বছরের ওপরে বয়সীদের শতকরা প্রায় ৩০ ভাগ এবং ৫০ বছর বা তার বেশি বয়সীদের শতকরা কমপক্ষে ৬০ ভাগ এখনও এই ডোজ নিতে বাকি আছেন। এ অবস্থায় যখনই হাতের নাগালে পাওয়া যায় এবং বৈধতার শর্ত অনুমোদন করে, তখনই বৃটিশ নাগরিকদের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। একে তিনি ‘ন্যাশনাল মিশন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজ নিতে অস্বীকৃতি জানাবেন যেসব মানুষ তাদের জন্য বৃটেন সফরে বিধিনিষেধ দিতে পারে বৃটিশ সরকার। এ খবর দিয়ে অনলাইন গার্ডিয়ান বলেছে, এরই মধ্যে বৃটেনে কমপক্ষে এক কোটি ৬২ হাজার ৭০৪ জনকে এই ডোজ দেয়া হয়েছে। এ তথ্য জাতীয় স্বাস্থ্য সেবা বিষয়ক সংস্থা এনএইচএসের। এর মধ্যে শুধু ইংল্যান্ডে এই টিকা নিয়েছেন ৮৫ লাখ মানুষ। শনিবার ইংল্যান্ডে রেকর্ড ৩ লাখ ৭১ হাজারের বেশি মানুষ একদিনেই এই টিকা নিয়েছেন। তা সত্ত্বেও ৮০ বছরের ওপরে বয়সীদের শতকরা প্রায় ৩০ ভাগ এবং ৫০ বছর বা তার বেশি বয়সীদের শতকরা কমপক্ষে ৬০ ভাগ এখনও এই ডোজ নিতে বাকি আছেন। এ অবস্থায় যখনই হাতের নাগালে পাওয়া যায় এবং বৈধতার শর্ত অনুমোদন করে, তখনই বৃটিশ নাগরিকদের বুস্টার ডোজ নেয়ার আহ্বান জানিয়েছেন বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। একে তিনি ‘ন্যাশনাল মিশন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

বলেছেন, বুস্টার ডোজ নিলে দেশে আরেকটি বিধিনিষেধ এড়ানো যাবে এবং আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করা যাবে।
ওদিকে ১০ ডাউনিং স্ট্রিটের সূত্র নিশ্চিত করেছেন যে, ভ্রমণের ক্ষেত্রে নিয়মকানুনে কিছু পরিবর্তন আনার কথা বিবেচনা করছেন মন্ত্রীরা। তারা মনে করছেন এর ফলে বুস্টার ডোজ নেয়ার উপযোগী যেসব মানুষ টিকা নিতে অস্বীকৃতি জানাবেন তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হতে পারে। একই সঙ্গে বৃটেন পৌঁছানোর আগে তাদেরকে করোনার পরীক্ষা করাতে হবে। তবে এই পরিবর্তন অত্যাসন্ন নয় বলে দাবি করেছেন সূত্র। এ মাসে ভ্রমণ সংক্রান্ত নিয়ম কানুন আপডেট করে বৃটিশ সরকার। তাতে আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে বুস্টার ডোজ প্রয়োগ এবং এর প্রয়োজনীয়তার বিষয়টি রিভিউ করা হয়েছে। পর্যালোচনা করা হয়েছে এবং হচ্ছে যে, বৃটেন ভ্রমণের ক্ষেত্রে এনএইচএস কোভিড পাস সহ বুস্টার ডোজের বিষয়ে কি পরিবর্তন আনা যায়।

বর্তমানে যাদের বয়স ৫০ বছরের বেশি সেইসব মানুষ, স্বাস্থ্য ও সমাজকর্মী, ক্লিনিক্যালি যেসব মানুষ খুব ঝুঁকিতে তারা- দুই ডোজ টিকা নেয়ার ৬ মাস পরে বুস্টার ডোজ নিতে পারবেন। সোমবার থেকে বুস্টার ডোজ নেয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তাতে বলা হয়েছে, টিকা নেয়ার এক মাস আগে এর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ওদিকে কোভিড-১৯ অ্যাকটুয়ারিজ রেসপন্স গ্রুপের সদস্য জন রবার্টস বলেছেন, বৈধতার সীমায় টিকা নেয়ার উপযোগী মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। গত সপ্তাহের তুলনায় পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তার মতে, বাস্তবে ইতিবাচক দিক হলো বুস্টার ডোজ নেয়ার এক মাস আগে এ জন্য বুকিং দিতে হবে। তবে বড়দিনের আগে অগ্রাধিকারে থাকা গ্রুপের টিকা দেয়া সম্পন্ন না হওয়ার আশঙ্কা করছেন তিনি।

পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) তথ্য অনুযায়ী, অক্সফোর্ড/এস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার ৫ মাস পরে হাসপাতালে ভর্তির হার শতকরা ৯৫ থেকে কমে ৭৫ ভাগে এসেছে। ফাইজার/বায়োএনটেকের ক্ষেত্রে এই হার শতকরা ৯৯ ভাগ থেকে কমে ৯৫ ভাগে এসেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে