ভারতে করোনায় মৃত্যু ফের বেড়েছে

0
549
Spread the love

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ফের তিনশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৭৩ জন মানুষ।

অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ১৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩০৯ জন। অর্থাৎ গত এক দিনে প্রাণহানির সংখ্যা বেড়েছে ২৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৩৮ জন।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৯৪৫ জন। এখন পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লাখ ৭১ হাজার ১৬৭ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এই মুহূর্তে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১৫৮।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৪০ হাজার ১৬৮ জনের।

অন্যদিকে এক দিনে  ৮৫ লাখ ৪২ হাজার ৭৩২ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৮০ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৩৩১ জনকে টিকা দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে