ভারতে রহস্যময় রোগ

0
905

আক্রান্তদের শরীরে অতিরিক্ত সিসা নিকেল

ভারতের অন্ধ্রপ্রদেশে অসুস্থ হয়ে পড়া রোগীদের রক্তের নমুনায় অতিরিক্ত পরিমাণে সিসা ও নিকেল পাওয়া গেছে। রাজ্যের ইলুরু নগরীতে হঠাৎ এক রহস্যময় রোগে একজনের মৃত্যু এবং ৩০০ জন হাসপাতালে ভর্তির ঘটনা খতিয়ে দেখতে সেখানে গেছে চিকিৎসকদের বিশেষজ্ঞ দল। রহস্যময় ওই রোগে বমি বমি ভাব, অজ্ঞান হয়ে পড়াসহ নানা উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে ভর্তি হয়। তাদের রক্তের নমুনায় অতিরিক্ত পরিমাণে সিসা ও নিকেল রয়েছে।  ভারতে কভিড মহামারীর মধ্যেই নতুন এ রহস্যময় অসুস্থতার ঘটনা ঘটল। তবে এই রোগের সঙ্গে কভিড এর কোনো যোগসূত্র নেই বলেই মনে করা হচ্ছে।