বিষয়ক সাময়ীকি ল্যানসেটের প্রকাশিত এক গবেষণায়। সেই হিসেবে দেশটির ১১.৪ শতাংশ মানুষ ডায়াবেটিস আক্রান্ত।
ওই গবেষণায় দেখা যায়, ১৩৬ মিলিয়ন ভারতীয় প্রাক-ডায়াবেটিস পর্যায়ে রয়েছেন। যা মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি। টাইপ ২ ডায়াবেটিসই ভারতে সচরাচর দেখা যায়।
ইনসুলিন, হরমনসহ নানা কিছুর অভাবে হাই ব্লাড সুগারে ভুগছেন অনেকে।
বর্তমান গবেষণায় প্রাপ্ত এই সংখ্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে, ভারতে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা ৭৭ মিলিয়ন। আর প্রাক ডায়াবেটিস পর্যায়ে ২৫ মিলিয়ন মানুষ।
গবেষণায় নেতৃত্ব দেওয়া চিকিৎসক আরএম অঞ্জন বলেছেন, এটা টাইম বোমার মতো ভয়ংকর। তার মতে, পরিস্থিতি বিবেচনায় নিলে দেখা যায় আগামী পাঁচ বছরের ভারতের ৬০ শতাংশ মানুষ ডায়াবেটিস আক্রান্ত হতে পারে।
এই গবেষণায় ভারতের সব রাজ্য থেকে এক লাখ ১৩ হাজার মানুষ অংশ নেয়। যাদের সবার বয়স বিশ বছরের বেশি।