ভ্যাকসিন শুরু যুক্তরাজ্যে

0
937
Spread the love

ফাইজারের প্রথম টিকা পেলেন ৯০ বছরের মার্গারেট কেনান

যুক্তরাজ্যজুড়ে শুরু হওয়া বিস্তৃত টিকাদান কর্মসূচিতে ট্রায়ালের বাইরে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের করোনার টিকা পেয়েছেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। আগামী সপ্তাহে ৯১ বছরে পা দিতে যাওয়া মার্গারেট কিনান টিকা নেওয়ার পর একে ‘জন্মদিনের সেরা অগ্রিম উপহার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে বিবিসি।

মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৬টা ৩১ মিনিটে তাকে মধ্য ইংল্যান্ডের কভেন্ট্রির ইউনিভার্সিটি হাসপাতালে ইঞ্জেকশনের মাধ্যমে ফাইজার-বায়োএনটেক টিকাটি দেওয়া হয়। কিনানকে টিকাটি প্রয়োগ করেন নার্স মে পারসনস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফাইজার-বায়োএনটেকের যে ৮ লাখ ডোজ দেওয়া হবে, কিনানকে দিয়েই তার যাত্রা শুরু হলো। যুক্তরাজ্যে সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় টিকা দেওয়া হবে। এদিকে, মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা ডিসেম্বরেই পেতে যাচ্ছে কানাডা।

সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, এই মাসে তাদের টিকার প্রথম চালান পাঠানো হবে। কানাডার সংবাদমাধ্যম সিটিভিনিউজ এ খবর জানিয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়ার পর ইতিমধ্যেই বিশ্বজুড়ে মহামারী আকার নিয়েছে করোনাভাইরাস সংক্রমণ। কোটি কোটি মানুষকে আক্রান্ত করা এই ভাইরাস কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের প্রাণ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত টিকাটি অনুমোদন ও প্রয়োগ শুরু করেছে যুক্তরাজ্য। ইন্দোনেশিয়া ভ্যাকসিনটির প্রথম চালান গ্রহণ করেছে। বাহরাইনও টিকাটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, টিকার আগাম সরবরাহের বিষয়ে ফাইজারের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। ডিসেম্বরেই ফাইজার ২ লাখ ৪৯ হাজার ডোজ টিকা সরবরাহ করবে। ট্রুডো আরও জানান, প্রথম চালান আগামী সপ্তাহেই এসে পৌঁছাবে। আরও লাখ লাখ ডোজ ২০২১ সালের মধ্যে আসতে থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে