চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ওই ঘটনার একদিন পর সংবাদ সম্মেলনে টেবিল থেকে স্পনসর প্রতিষ্ঠান হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে ফেলেন ফরাসি তারকা পল পগবাও। মুসলিম পগবা ধর্মীয় কারণেই সরিয়ে রাখেন বিয়ারের বোতল।
ওই দুই ঘটনার পর নতুন নিয়ম করার কথা ভেবেছিল উয়েফা। এমনটি করলে শাস্তি দেওয়ার হুমকিও দিয়েছিল ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি। তবে সেই হুমকি থেকে সরে এসেছে উয়েফা। শুক্রবার উয়েফা জানিয়েছে মুসলিম খেলোয়াড়দের আপত্তি থাকলে ‘ইউরো ২০২০’-এর সংবাদ সম্মেলনের টেবিলে রাখা হবে না মদের বোতল।
উয়েফার এক মুখপাত্র এএফপিকে জানান যে, সামনের দিনগুলোতে আর কোনো মুসলিম ফুটবলারদের সামনে বিয়ারের বোতল রাখা হবে না। সংবাদ সম্মেলন শুরুর আগেই কোন খেলোয়াড় আসছেন এবং তার সামনে বিয়ার বা মদের বোতল রাখা যাবে কিনা, সে বিষয়টি নিশ্চিত হয়ে নেবে উয়েফা। খেলোয়াড় মুসলিম হলে বা তার আপত্তি থাকলে সামনে মদ বা বিয়ারের বোতল রাখা হবে না।