মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফেশনাল পরীক্ষা স্থগিত

0
703
Spread the love

ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রফেশনাল (পেশাগত) পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন ডা. শাহরিয়ার নবী এটি নিশ্চিত করেন। গতকাল এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। ডা. শাহরিয়ার নবী জানান, ডিসেম্বরে যেসব প্রফেশনাল পরীক্ষা হওয়ার কথা ছিল তা জানুয়ারির শেষদিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে নেওয়া হবে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এরপরও আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখব। মেডিকেল ও ডেন্টাল কলেজের স্থগিত হওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পেশাগত (প্রফেশনাল) পরীক্ষাগুলো চলতি বছর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

তারা করোনা চলাকালীন পরীক্ষায় অংশ নিতে চান না। পরীক্ষা ছাড়াই পরবর্তী প্রফেশনাল কোর্সের ক্লাস করাসহ চার দাবিতে দুই দফায় শাহবাগ অবরোধ, মহাখালীতে রাজপথ অবরোধ করেছিলেন এই ছাত্র-ছাত্রীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে