ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত চারজনের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।
এদিকে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩২ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন।