ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু

0
603
Spread the love

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আজ শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করে বলেন, মৃত চারজনের মধ্যে করোনায় দুইজন ও উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে।

এদিকে, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ৪ জনসহ  মোট ৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩২ জন করোনা পজেটিভ। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৪ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে