সিরিজের আগে আবারও ইনজুরিতে তাসকিন

0
770
Spread the love

প্রচুর পরিশ্রম করে বারবার নিজেকে ফিরে পাওয়া তরুণ পেসার তাসকিন আহমেদকে যেন পেয়ে বসেছে ইনজুরি। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগমুহূর্তে আবারও চোটে পড়েছেন ফর্মে থাকা এই পেসার। গতকাল সোমবার অনুশীলনে গিয়ে তার বাঁম হাতের আঙুলে বল লেগে ফেটে গেছে। আসন্ন সিরিজে তাসকিন তাই এখন অনিশ্চিত।

গতকাল সোমবার অনুশীলনের এক পর্যায়ে হাতে বল লাগলে আঙুলের মাঝখানে ফেটে যায় তাসকিনের। রাতেই তার হাতে সেলাই দেওয়া হয়েছে। আজকেই জানা যাবে, তাসকিনের চোট সারতে কতদিন লাগবে।

ফর্মহীনতা আর চোট মিলিয়ে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা তাসকিন এবার বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে দলে ফিরেছেন। মাশরাফি না থাকায় মুস্তাফিজ-তাসকিনকে দিয়ে পেস আক্রমণ তৈরির একটা পরিকল্পনা ছিল। কিন্তু সবকিছু এখন ভেস্তে দিলো তার ইনজুরি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে