সিলেটে ১০০ জনের মধ্যে ৪০ জনই করোনায় আক্রান্ত!

0
307
Spread the love

সিলেটে আরও ৬৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষা করা হয় ১৭৬৫ জনে। তাতে করোনা শনাক্ত হয় ৬৯৭ জনে। শনাক্তের হার ৩৯.৪৯ ভাগ! অর্থাৎ, এখন ১০০ জনের মধ্যে প্রায় ৪০ জনই করোনাভাইরাসে আক্রান্ত!

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৪৩৪ জন রয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৭ জন, মৌলভীবাজারের ১২৩ জন ও হবিগঞ্জের ৮৩ জন রয়েছেন। সব মিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৯ হাজার ৯৭৭ জন।

এদিকে, গত একদিনে সুস্থ হয়েছেন ১৩৪ জন। সবমিলিয়ে সুস্থতার সংখ্যা এখন ৫০ হাজার ৮২৯ জন।

বিভাগে মারা গেছেন ১ হাজার ১৯৩ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৯৮ জন করোনা রোগী। তন্মধ্যে ১২ জন আছেন আইসিইউতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে