স্বাধীনতা দিবসে রাজধানীতে গুণীজন সংবর্ধনা দিল ক্যানভাস অফ বাংলাদেশ

0
122
Spread the love

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিতে গুণীজন সংবর্ধনা দিয়েছেন ক্যানভাস অফ বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আলোচনা সভা ও গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এম পি, মাননীয় মন্ত্রী – গৃহায়ন ও গনপুর্ত মন্ত্রনালয় । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । বিশেষ অতিথি জনাব ফেরদৌস আহম্মেদ এম পি, মাননীয় সংসদ সদস্য – ঢাকা -১০ ও অধ্যাপক এবিএম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ।

 

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, এটিএন নিউজের নির্বাহী পরিচালক মো. মোশারফ হোসেন, এশিয়ান টিভির জ ই বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামসুল হক রালেল, সহ আরো অনেককেই বিভিন্ন সেক্টরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এ গুণীজন সংবর্ধনা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমিটিরাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ এ ক্রেস্ট তুলে দেন তাদের হাতে। এর আগে আলোচনায় ঢাকা – ১০ এর সংসদ সদস্য চিত্র নায়ক ফেরদৌস আহমেদ বলেন, সবার অবদানেই দেশ এগোচ্ছে। অনুষ্ঠানে
প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী
এমপি বলেন, বিরোধীরা দেশের ভালো কখনো চায়নি; নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থাকে বেশি । ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডা. এম ইয়াছিন আলী’র সভাপতিত্বে প্রধান আলোচক বীরমুক্তিযোদ্ধা রোটারীয়ান গোলাম মোস্তফা,
বিশেষ অতিথি
ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড.মো সবুর খান, স্বাগত বক্তব্য রাখেন ক্যানভাস অব বাংলাদেশের সাধারণ সম্পাদক চিত্রশিল্পী শহীদুল ইসলাম।

 

পরে বিশেষ দোয়া মাহফিলের পর ইফতারে পর্ব শেষ করে। অন্যান্যদের মধ্যে সম্মাননা পুরস্কার গ্রহণ করেন যথাক্রমে –

১. মুক্তিযুদ্ধে বিশেষ অবদানঃ
বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান -গোলাম মোস্তফা , প্রাক্তন গভর্নর ডিস্ট্রিক্ট ৩২৮১, রোটারী ইন্টারন্যাশনাল ।

২. চিকিৎসা সেবায় –
অধ্যাপক ডা. পারভেজ আহসান
অধ্যাপক ও বিভাগীয় প্রধান – অর্থোপেডিক সার্জারী
ইবনে সিনা মেডিকেল কলেজ

৩. প্রশাসনে –
মোহাম্মদ রাজ্জাক
ডিরেক্টর -বি আর টি এ ও
যুগ্ম -সচিব – গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৪.ব্যাংকিং সেবা খাতেঃ
শাহিন শাহরিয়ার
জেনারেল ম্যানেজার ও
ইনচার্জ – গুলশান কর্পোরেট ব্রাঞ্চ
পুবালী ব্যাংক লিমিটেড

৫. প্রকৌশলী পেশায়ঃ
প্রকৌশলী আহসান হাবীব
এক্সিকিউটিভ ইন্জি. (গনপুর্ত)
নারায়ণগঞ্জ ।

৬. পুলিশ প্রশাসনে – রেজাউল করিম
এস পি – রাজবাড়ী ।

৭. স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানঃ
ডা. মনোয়ার হোসেন
ব্যবস্থাপনা পরিচালক
মেডিনোভা মেডিকেল সার্ভিসেস

৮. নারী উদ্যোক্তা –
কনা রেজা
ফাউন্ডার – পান সুপারি

৯. আইসিটি –
আরিফুল হাসান অপু
সিইও – ই সফট ও
প্রেসিডেন্ট – বাংলাদেশ ইনোভেশন ফোরাম

১০. ফায়ার সার্ভিস পেশায়ঃ
মো. নুরুল আরেফিন
ডি এ ডি এন্ড ইনচার্জ -গাজিপুর জোন

১১. শিক্ষায় –
অধ্যাপক ড. দিপু সিদ্দিকী
ডিন ও অধ্যাপক – বিজনেস অনুষদ,
রয়েল বিশ্ববিদ্যালয় ।

১২. তথ্য ও প্রযুক্তি শিক্ষায়ঃ
মনির হোসেন
প্রতিষ্ঠাতা ও সিইও
ক্রিয়েটিভ আই টি ইনিস্টিটিউট

১৪. সমাজসেবায় বিশেষ অবদান
ইন্জি. ফজলুল হক
মহাসচিব
বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি

১৬. প্রবীণ গবেষণায়ঃ
জনাব হাসান আলী
বিশিষ্ট প্রবীন গবেষক ও লেখক

১৭. আইন পেশায়ঃ
এডভোকেট বায়েজিদ হোসেন
সিনিয়র এডভোকেট – বাংলাদেশ সুপ্রিম কোর্ট ।

১৮. তরুন উদ্যোক্তা –
ডা. আব্দুল গাফ্ফার প্লাবন
ফাউন্ডার – ন্যাশনাল হেলথ নেটওয়ার্ক ।

১৯. চিত্রকলায় বিশেষ অবদানঃ
মিয়া মো. জুনায়েদ আমিন
উপ প্রধান রাজস্ব কর্মকর্তা
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে