স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই

0
887
Spread the love

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেছেন, নাগরিকদের নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। একজন সচেতন নাগরিকের মতো দায়িত্ব পালন করতে হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দেশনা জারি করেছে প্রশাসন। শুধু  নির্দেশনা দিলেই হবে না, সেটা বাস্তবায়ন হচ্ছে কি না এ জন্য মনিটরিং জোরদার করতে হবে।

গতকাল তিনি বলেন, টিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে। বাইরে বের হলে মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সুস্থ থাকতে চাইলে এগুলো অবশ্যই মানতে হবে। করোনা টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে। এ জন্য করোনায় সম্মুখসারির কর্মী ও ৪০ বছরের বেশি বয়সীরা অবশ্যই টিকা নেবেন। গতকাল পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার ৯৬৯ জন। এ সংখ্যা আরও বাড়াতে হবে। টিকার প্রথম ডোজ  নেওয়ার পরে কয়েকজন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় ডোজ নিলে অ্যান্টিবডি আরও শক্তিশালী হবে। টিকা নিলে করোনা হলেও জটিলতা কমবে। এ জন্য টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানায় জোর দিতে হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে