আবারও প্রাণঘাতী করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫ লাখ ৭৩ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।
এই সময়ে মারা গেছে আরও প্রায় সাড়ে ৭ হাজার মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১১ লাখ ৯৩ হাজার। আর শনাক্ত ৪ কোটি ৫৯ লাখের মতো।
এ দিন সর্বোচ্চ মৃত্যু এবং সংক্রমণের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটিতে কোভিড শনাক্ত হয় প্রায় এক লাখ; মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি।
দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে পাঁচশ মৃত্যু হয়েছে ভারতে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়াল এক লাখ ২২ হাজারের মতো।
ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৫০ হাজার রোগী শনাক্ত হয়েছে; মারা গেছেন ৫ শতাধিক। মহামারীর সেকেন্ড ওয়েভ মোকাবেলায় ফ্রান্সের পর শনিবার বেলজিয়ামও দ্বিতীয়দফা লকডাউনে ফিরল।