ওমানে উদ্বেগজনকহারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা

0
220

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উদ্বেগজনকহারে বাড়ছে এইচআইভি রোগীর সংখ্যা। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ওমান নিউজের বরাত দিয়ে গাল্ফ নিউজ এ তথ্য জানিয়েছে। ওমানে প্রতি সপ্তাহে গড়ে ৮ জন করে এইডস আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে। গত বছর ওমানে ৩ হাজার ৫৮০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে মারা গেছেন ১ হাজার ৯৬০ জন।

ওমানের রয়্যাল হাসপাতালের সংক্রামক ব্যাধি বিভাগের জ্যেষ্ঠ নার্স জালিলা আল নোয়ামানিয়া বলেছেন, ওমানে এইডস রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সচেতনতার অভাবে ২০১০ সাল থেকে এইডস রোগীর সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ। আক্রান্ত রোগীর মধ্যে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থী আছে– যারা ধর্ষণের শিকার হয়েছিল।

এইচআইভি সংক্রামিত ব্যক্তি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ করলে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে রাখলে অন্যকে সংক্রামিত করার ঝুঁকি কম থাকে। সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি গ্রহণ এবং নিয়মিত চিকিৎসা গ্রহণে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠতে পারেন। অন্যদের মধ্যে  সংক্রমণের রোধের জন্যও তা গুরুত্বপূর্ণ।

 

সুত্রঃ গাল্ফ নিউজের

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে