করোনাক্রান্ত হলে টেস্ট ছাড়াই নেগেটিভ বুঝার উপায়

0
820

আপনার যদি কোভিড (করোনা) হয় – জ্বর নেমে যাবার তিন দিন পর থেকেই আপনি কোভিড নেগেটিভ। টেস্ট করে দেখার প্রয়োজন নেই আপনি নেগেটিভ হলেন কিনা। আপনার যদি কোভিড পজিটিভ হয় কিন্তু কোন সিম্পটম (উপসর্গ) নাই – তাহলে টেস্ট পজিটিভ এর নয় দিন পরই আপনি নেগেটিভ – টেস্ট করে নেগেটিভ দেখার দরকার নাই!

১০ দিন পর যে আপনি কোভিড নেগেটিভ, এটা নিশ্চিত হওয়ার জন্য টেস্ট করা লাগবে না। কারণ, আপনার টেস্ট পজিটিভ হতে পারে আরো ছয় সাত মাস! ভাইরাস মারা গেলেও মৃত ভাইরাস এর কঙ্কাল নাকে গলায় রয়ে যায়! ওই ফ্র্যাগমেন্ট গুলোই পিসিআর টেস্ট পজিটিভ করে দিতে পারে! এক্ষেত্রে একবার পজিটিভ একবার নেগেটিভ আবার পজিটিভ – এ ধরণের উদ্ভট আচরণ শুরু করে টেস্ট এর রেজাল্ট গুলো!

পিসিআর টেস্ট ছাড়া আরেকটা টেস্ট আছে – এন্টিবডি টেস্ট। এন্টিবডি টেস্ট করার আগে নিজেকে প্রশ্ন করুন কেন টেস্ট করাচ্ছেন! আগে ইনফেকশন (সংক্রমণ) হয়েছিল এটা জানার জন্য  করলে এক কথা! এখন ইনফেকশন আছে কিনা তা জানার জন্য এন্টিবডি টেস্ট কার্যকর না।

আপনি ভ্যাকসিন নিয়েছেন এবং আপনার শরীরে এন্টিবডি ডেভেলপ করলো কিনা তা জানার জন্য যদি টেস্ট করতে চান তাহলে এটা জানা দরকার যে প্রায় সবগুলো এন্টিবডি টেস্ট কিট ভাইরাস এর নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে যে এন্টিবডি হয়েছে তা ডিটেক্ট করে।

ভ্যাকসিন নিলে স্পাইক প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি হয় , নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি হয় না। আপনি ভ্যাকসিন নেয়ার পর এন্টিবডি টেস্ট করলে টেস্ট নেগেটিভ হবে – কারণ আপনার আগে যদি কোভিড না হয়ে থাকে তাহলে আপনার তো নিউক্লিওক্যাপসিড প্রোটিন এর বিরুদ্ধে এন্টিবডি থাকার কথা না!

তবে সম্প্রতি স্পাইক প্রোটিন এন্টিবডি চেক করার কিট বের হয়েছে। ভ্যাকসিন নেয়ার পর আপনার স্পাইক প্রোটিন এন্টিবডি পজিটিভ হবার কথা!

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে