করোনার দ্বিতীয় টিকা অনুমোদন দিল চীন

0
873

করোনাভাইরাস (কভিড-১৯) ঠেকাতে দ্বিতীয় টিকার অনুমোদন দিয়েছে চীন।  দেশীয় প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি ‘করোনাভ্যাক’ এ অনুমতি  পেয়েছে। গতকাল সিনোভ্যাকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সূত্র : রয়টার্স

খবরে বলা হয়, গত ডিসেম্বরে চীন প্রথম টিকা হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি টিকা করোনা রোগীদের জন্য ব্যবহারের অনুমতি  দেয়। এবার দ্বিতীয় টিকা হিসেবে করোনাভ্যাকের অনুমোদন দেওয়া হলো। আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার আগেই এ দুটো টিকা উচ্চঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রয়োগ করা হচ্ছে। সিনোভ্যাক জানিয়েছে, তাদের টিকা জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ইতিমধ্যে ইন্দোনেশিয়া, তুরস্ক, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, উরুগুয়ে ও লাওসে অনুমোদন  দেওয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে