করোনাভাইরাস প্রতিরোধে এবার মুখে খাওয়ার উপযোগী ওষুধও আনছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কম্পানি ফাইজার ।
চলতি বছরের শেষের দিকে ওই ওষুধ বাজারে আসতে পারে বলে সিএনবিসিকে জানিয়েছেন ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা।
ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক যৌথভাবে করোনাভাইরাসের টিকা তৈরি করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে এই টিকার প্রয়োগ।
করোনার চিকিৎসায় দুটি ‘অ্যান্টি-ভাইরাল’ ওষুধ নিয়ে কাজ করছে ফাইজার। এর মধ্যে একটি মুখে, অন্যটি ইনজেকশনের মাধ্যম গ্রহণের ওষুধ।
আলবার্ট বোরলা বলেন, ক্লিনিক্যাল ট্রায়াল ভালোভাবে চললে এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনস্ট্রিশনের অনুমোদন পেলে চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রজুড়ে এটি বিতরণ করা হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মুখে খাওয়ার ওষুধ পরিস্থিতি অনেকটাই বদলে দেবে। নতুন আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে না গিয়ে বাসায় বসেও এই ওষুধ খেতে পারবেন।