করোনায় আক্রান্ত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

0
905

করোনায় আক্রান্ত হয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তাঁর তেমন কোনো শারীরিক সমস্যা দেখা না গেলেও বয়স বিবেচনায় নিয়ে তাঁকে আজ দুপুর সাড়ে ১২টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিকল্পনামন্ত্রীর দপ্তর থেকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান তাঁর আশু রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পেশাগত জীবনে তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি কিশোরগঞ্জ, ময়মনসিংহ এবং চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। এম এ মান্নান ২০০৩ সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে সরকারি চাকরি থেকে অবসর নেন। ২০০৫ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি সাংসদ হন। ২০১০ এবং ২০১৩ সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালে তিনি আবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের অর্থ প্রতিমন্ত্রী হন। একাদশ জাতীয় সংসদে নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে সাংসদ হয়ে ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি পরিকল্পনা মন্ত্রী হন।

সূত্রঃ প্রথম আলো

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে