বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকায়। ১০ মাসে মহাদেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ৩০ হাজার ৩৬৪ জনের। আর দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৬০ জন। তৃতীয় অবস্থানে থাকা এশিয়ায় মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৩৫২ জনের। আফ্রিকায় এ সংখ্যা ৪১ হাজার ২১৩।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আমেরিকার উত্তরাংশে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ তালিকায় শীর্ষ থেকে ধারাবাহিকভাবে রয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, পানামা প্রভৃতি। আর ইউরোপে মৃত্যু তালিকার শীর্ষ থেকে ধারাবাহিকভাবে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, স্পেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, বেলজিয়ামের মতো দেশগুলো। এশিয়ায় ধারাবাহিকভাবে রয়েছে ভারত, ইরান, ইন্দোনেশিয়া, ইরাক, তুর্কি, ফিলিপাইন, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরবের মতো দেশগুলো। আর আফ্রিকায় দক্ষিণে ঘটেছে বেশি মৃত্যু। গতকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা হয়েছিল ৪ কোটি ৩০ লাখ ৬ হাজার প্রায়। মৃত্যু ছিল ১১ লাখ ৫৫ হাজার ৫৬৩ জন। ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, গত শনিবার সবচেয়ে বেশি সংক্রমিত ও মৃত্যুর দেশ ছিল আমেরিকা।
দেশটিতে এদিন নতুন করে সংক্রমিত হন ৭৯ হাজার ৪৪৯ জন এবং মৃত্যু ছিল ৭৮৪ জন। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমিত ছিল ৫০ হাজার ২২৪ জন এবং মৃত্যু ছিল ৫৭৫ জন। সংক্রমণে তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে সংক্রমিত ছিল ৪৫ হাজার ৪২২ জন এবং মৃত্যু ছিল ১৩৭ জন। চতুর্থ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিত ছিল ২৫ হাজার ৫৭৪ জন এবং মৃত্যু ছিল ৩৯৮ জন। পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে সংক্রমিত ছিল ২৩ হাজার ১২ জন এবং মৃত্যু ছিল ১৭৪ জন। ষষ্ঠ অবস্থানে থাকা ইতালিতে সংক্রমিত ছিল ১৯ হাজার ৬৪৪ জন এবং মৃত্যু ছিল ১৫১ জন। সপ্তমে থাকা রাশিয়ায় সংক্রমিত ছিল ১৬ হাজার ৫২১ জন এবং মৃত্যু ছিল ২৯৬ জন। অষ্টমে থাকা আর্জেন্টিনায় সংক্রমিত ছিল ১১ হাজার ৯৬৮ জন এবং মৃত্যু ছিল ২৭৫ জন। নবমে থাকা জার্মানিতে সংক্রমিত ছিল ১০ হাজার ৪৫৮ জন এবং মৃত্যু ছিল ২১ জন। বিশ্বে এদিন ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হন ৪ লাখ ৫২ হাজার ৮৯২ জন এবং মারা যান ৫ হাজার ৫৯৯ জন।