করোনা থেকে সেরে উঠতেই আবারো হতে পারে সংক্রমণ?

0
702

একবার করোনা আক্রান্ত হলে আর হবে না বা হতে পারে না এমন কোনো তথ্য কোথাও পাওয়া যায়নি। দ্বিতীয় বার সংক্রমণের সংখ্যাও ক্রমশ বাড়ছে। কিন্তু করোনা থেকে সেরে উঠতেই কি আবারো হতে পারে সংক্রমণ? এই নিয়ে তৈরি হচ্ছে হাজারো প্রশ্ন।

যারা হাসপাতালে নিজেদের চিকিৎসা করাচ্ছেন তাদের পাশেই রয়েছে অনেক করোনা আক্রান্ত মানুষ। চিকিৎসকেরা বলছেন, এক মাসের মধ্যে আবার সংক্রমিত হওয়ার উদাহরণ খুব একটা নেই। তবে ভাইরাসটি যেহেতু দ্রুত নিজের রূপ বদলাচ্ছে সেজন্য কিছু বলা যাচ্ছে না।করোনার প্রথম ঢেউ আর দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও বেশ কয়েকটি পার্থক্য দেখা গিয়েছে। দুটি ক্ষেত্রে ভাইরাসটির চরিত্রগত পরিবর্তনও উঠে এসেছে বহু সমীক্ষায়। সেক্ষেত্রে দ্বিতীয় বার সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকতেই পারে। সেই সংক্রমণ কখন কোন মাত্রায় হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

যারা হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, তারা সুস্থ হয়ে বাড়ি যাওয়ার পর করোনার যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আর একবার সংক্রমিত হলে একমাস পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করতেও নিষেধ করা হচ্ছে কারণ আক্রান্তের থেকে নতুন করে সংক্রমিত হতে পারে অন্যরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে