মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী নিকোলাস লুনার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বিষয়টি সিএনএনকে নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের দুজন কর্মকর্তা।
খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তিগত সহকারী ছিলেন নিকোলাস লুনা। তার অটোগ্রাফ দেয়ার কলম থেকে নোট বুক সবই তিনি প্রস্তুত রাখতেন। তিনি ছাড়া হোয়াইট হাউজের এক ডজনের বেশি ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। ট্রাম্পের সস্ত্রীক করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন নতুন করে আক্রান্ত নিকোলাস লুনা।
সুত্রঃ ইত্তেফাক