করোনা পরিস্থিতিতে বেড়াতে গেলে যা করণীয়

0
792

করোনার কারণে গোটা বিশ্বেই জীবনযাত্রা পরিবর্তিত হয়েছে। উৎসব, আয়োজনের পাশাপাশি অনেকেই এ কারণে বিভিন্ন জায়গায় বেড়ানোর পরিকল্পনা বাতিল করেছেন। তবে বিশ্ব জুড়ে করোনাভাইরাসের টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় আবারও বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, করোনার টিকা বের হলেও করোনার ব্যাপারে এখনও সাবধান হওয়া জরুরি। বিশেষ করে কোথাও বেড়াতে গেলে কিছু সতর্কতা মেনে চলা দরকার। যেমন-

১. যেখানেই যান, মাস্ক ব্যবহার বন্ধ করলে চলবে না। এমনকি, জনবহুল নয় এমন জায়গাতেও না। কারণ সে ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি নিজেও কোনো না কোনোভাবে সংক্রমণ ছড়াতে পারেন।

২. বেড়াতে গেলে হোটেলে থাকতেই হবে। সে ক্ষেত্রে হোটেলের ঘর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিতে হবে নিজেকেই। কম্বল বা ব্ল্যাঙ্কেট নিজেরটা নিয়ে যাওয়াই ভাল। হোটেলের দেওয়া টাওয়েলও ব্যবহার না করা ভালো।

৩. যদি বাইরে থেকে খাবার খেতে হয় তাহলে হোটেলের প্লেটের উপর একবার ব্যবহার করা যায় এমন প্লেট ব্যবহার করতে পারেন।

৪. ঘন ঘন হাত ধোয়া, স্যানিটাইজ করা ও বিছানা বালিশের জীবাণুনাশের ব্যবস্থা করা জরুরি।

৫. বেড়াতে যাওয়ার জন্য এখন বেশি জনবহুল জায়গা না বেছে, অপেক্ষাকৃত ফাঁকা জায়গা বাছাই করা ভালো।

৬. মনে রাখতে হবে, আপনার সুরক্ষাবিধি বজায় রাখার উপরেই নির্ভর করছে বাকিদের সুরক্ষাও।

৭. বেড়াতে গেলে হাতের কাছে স্থানীয় হাসপাতালের নম্বর, অ্যাম্বুল্যান্সের নম্বর রাখুন।

৮. বেড়াতে গিয়ে তেমন সমস্যা বোধ করলে এড়িয়ে না গিয়ে চিকিৎসককে দেখিয়ে নেওয়াই ভালো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে