করোনা ভ্যাকসিন সহায়তায় ১০০ কোটি ডলার দিবে ব্রিটেন

0
494
Spread the love

করোনাভাইরাস প্রতিরোধে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য টিকা সরবরাহের জন্য ১০০ কোটি ডলার দেবে ব্রিটেন। বৈশ্বিক ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে এই সহায়তা দিবে দেশটি। খবর বিবিসি’র।

প্রকাশিত খবরে বলা হয়েছে, দাতাদের প্রতিশ্রুত প্রতি চার ডলারের সঙ্গে এক পাউন্ড ম্যাচিংয়ের পর ব্রিটেন ভ্যাকসিন সহায়তায় কোভেক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের (এএমসি) অধীনে বাড়তি আরও ৫৪৮ মিলিয়ন পাউন্ড তহবিল সরবরাহে অঙ্গীকার করেছে।

কানাডা, জাপান ও জার্মানিসহ উন্নত দেশগুলো ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ভ্যাকসিন সহায়তায় এএমসি তহবিলে এখন পর্যন্ত ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা পাওয়া গেছে।

ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই তহবিল থেকে চলতি বছরে বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে ১০০ কোটির বেশি কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে।

মহামারি করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখেরও বেশি মানুষ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদিকে যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে