গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২৭ জন আক্রান্ত

0
280
Spread the love

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২৭ জন আক্রান্ত হয়েছে। তবে আজ নতুন করে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ৭২১ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জনের বাড়ি ঢাকায় ও একজন ঢাকার বাইরে।

এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারী ও বেসরকারী হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১০৮ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছে পাঁচজন। এছাড়া, এ বছর ডেঙ্গুতে মারা গেছে একজন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে