ঘরোয়া উপায়ে দূর করুন নখের হলদেটে দাগ

0
713

মাঝে মাঝেই হাতের সৌন্দর্য নষ্ট করে নখের হলদে ভাব। পার্লারে পেডিকিউর-মেনিকিউর করে আসার পরেও খুব বেশিদিন নখ সুন্দর থাকে না। অল্প সময়ের মাঝেই হাড়িয়ে ফেলে উজ্জ্বলতা। দেখা যেতে থাকে হলদেটে দাগ। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে জেনে নিন নখ পরিষ্কার রাখার ঘরোয়া উপায়।

যেকোনো ধরনের টুথ-পেস্ট নিন। প্রতিটি নখের উপরে বেশি করে পেস্ট লাগিয়ে এক মিনিট রেখে দিন। তারপর একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে আরো এক মিনিট নখ ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

হালকা গরম পানিতে লেবুর টুকরো দিয়ে দিন। তাতে হাত ভিজিয়ে রাখন অন্তত ১ থেকে ২ মিনিট৷ এতে নখের হলুদ দাগ দূর হবে৷

এবার যে কোনো ধরনের ময়েশ্চারাইজার লাগিয়ে নিলেই পেয়ে যাবেন ঝকঝকে পরিষ্কার নখ।

স্বচ্ছ কালারের কোনো নেইলপলিশ দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে দেখতে।

মাথায় রাখা প্রয়োজন, যতবার নখ হলদেটে হয়ে আসবে আগের নেইলপলিশ তুলে নতুন করে লাগিয়ে নিলেই অনেক দিন স্থায়ী হবে ঝকঝকে, উজ্জ্বল, এবং সুন্দর নখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে