করোনাভাইরাসের টিকা না নিলে এ বছরে হজ করার অনুমতি পাওয়া যাবে না বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার দেশটির সংবাদপত্র ওকাজ স্বাস্থ্যমন্ত্রীর স্বাক্ষরিত নোটিসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর কারণে গত বছর অল্পসংখ্যক মানুষকে হজের অনুমতি দেওয়া হয়। দেশটিতে বসবাসরত দেশি-বিদেশি প্রায় ১০ হাজার মানুষ স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেওয়ার সুযোগ পান।