টাইগারদের করোনা টিকা নেওয়া চলছে। গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছেন সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, মো. মিথুন। টিকা নেওয়ার পর মুস্তাফিজ জানান, কোনো সমস্যা হচ্ছে না তার। সবাইকে টিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। বিসিবি শুধু জাতীয় দল নয় রেজিস্ট্রেশন ক্রিকেটারদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে পেশাদার লিগ প্রথম লেগ শেষ হওয়ার পরই ফুটবলারদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হবে। এ তথ্য জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।