টিকা পাবে ৫ লাখ শিশু

0
636

খুলনা ও চুয়াডাঙ্গায় হাম-রুবেলার টিকা পাবে পাঁচ লাখ শিশু। এর খুলনা মহানগরীতে ১ লাখ ৭৫ হাজার এবং চুয়াডাঙ্গায় ২৫ হাজার। শনিবার সকাল সাড়ে ৯টায় দুই জেলায় একসঙ্গে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। খুলনার নয়টি উপজেলার ৩ লাখ ৩৩ হাজার ৮৭৫ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। এই ক্যাম্পেইন আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

গতকাল খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল অডিটোরিয়ামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনকালে এসব কথা জানানো হয়। এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার  আবু তারেক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে খুলনা নগরীর ৩১টি ওয়ার্ডে ১ লাখ ৭৫ হাজার ২০০ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী শিশুকে এ টিকা দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে