ঠোঁট ফাটার সমাধান

0
780

শীত মৌসুমে ঠোঁটে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। কখনো ঠোঁট ফাটে, কখনো বা কালচে ভাব চলে আসে। ঠোঁট ফাটাটা অস্বস্তিকর ও কষ্টদায়ক। শীতে শুকনা আবহাওয়ার কারণেই ঠোঁট বেশি ফাটে। ঠান্ডার কারণে নাক বন্ধ থাকে। এ কারণে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার প্রবণতা তৈরি হয়। ঠোঁট ফাটলে মুখ দিয়ে নিঃশ্বাস কম নিতে হবে। তাহলে ঠোঁট ফাটা কমে যাবে।

►  সারা শীতকাল, শীত পড়ার আগে বা পরে নিয়মিত ঠোঁটে ঘি মাখলে ঠোঁটের ফাটা ও শুষ্কতা কমবে এবং ঠোঁট আর্দ্র থাকবে।

►  এক টেবিল চামচ গোলাপের পাপড়ির পেস্ট আর এক টেবিল চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে ব্যবহারে ঠোঁটের কালচে ভাব দূর হবে।

►  লেবু, লবণ, মধু ও জলপাই তেল একসঙ্গে মিশিয়ে ঠোঁটের স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। সপ্তাহে দুই দিন মিশ্রণটি ব্যবহারে ঠোঁটের মরা চামড়া উঠে ঠোঁট দেখাবে কোমল।

►  শীতকালে ঘি বা খাঁটি সরিষার তেল হালকা গরম করে নাভিতে লাগালে ভিতর থেকে ঠোঁট ফাটার প্রবণতা কমে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে