ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫ রোগী

0
842
dengue virus

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা পর্যন্ত) এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে বর্তমানে ৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি হওয়া ১৫ জন রোগী ঢাকার এবং তারা সবাই ঢাকায় ভর্তি আছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ৭১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৫৫ জন এরইমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর দুটি ঘটনার পর্যালোচনা শেষ করে একটি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে