ডেঙ্গুতে আরো ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১২৩

0
111

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

এ ছাড়া, নতুন করে আরো ৩ হাজার ১২৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জনে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যুবরণ করা ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৫ জন এবং ১০ জন ঢাকার বাইরের। এ ছাড়া ভর্তি হওয়া ৩ হাজার ১২৩ জনের মধ্যে ঢাকায় ৭৭৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৩৪৯ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৩ হাজার ৫৮১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬ হাজার ৫৭৫ জন চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।

২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ওই বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে