ডেঙ্গু জ্বরে জাবি ছাত্রের মৃত্যু

0
627

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেধাবী শিক্ষার্থী রঞ্জিত দাস চৌহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৬তম ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শহীদ রফিক জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলায়।  রঞ্জিতের পারিবারিক সূত্রে জানা যায়, রঞ্জিত দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিলেন। গুরুতর অসুস্থ বোধ করলে রবিবার সকালে তাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শরীরে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রক্তের প্লাটিলেট দ্রুত কমে আসছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

রঞ্জিত জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির সাধারণ সম্পাদক ছিলেন। সংস্কৃতিমনা এই শিক্ষার্থীর মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে