তথ্য বিভ্রাট, ফাইজারের টিকা আসছে রাতেই

0
384

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করা করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান দেশে আসা নিয়ে তথ্য বিভ্রাট তৈরি হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা রোববার (৩০ মে) সকালে জানান, আজ রাতেই আসছে কোভ্যাক্সের এক লাখ ৬ হাজার ডোজ টিকার প্রথম চালান আসছে। তবে আরেক কর্মকর্তা দুপুরে জানান, আজ টিকার চালান আসছে না। টিকা আসতে আরও ১০ থেকে ১২ দিন দেরি হতে পারে।

সকালে সুনির্দিষ্টভাবে দিনক্ষণ ও ফ্লাইট উল্লেখ করে ফাইজারের টিকার প্রথম চালান আসার তথ্য দেয়ার পর কী কারণে আজ টিকা আসছে না বলে আবার নতুন তথ্য দেয়া হলো, স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হকের সঙ্গে

জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাতে আমি নিশ্চিত, রাতেই টিকার চালান আসছে।’ তিনিই আজ সকালে গণমাধ্যমকে টিকা আসার কথা জানিয়েছিলেন।

অপরদিকে আজ দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম জানিয়েছেন আজ টিকার চালান আসছে না। এ ব্যাপারে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি এ ব্যাপারে বলে থাকলে তিনি বলেছেন, তার সঙ্গে টিকা আসবে না এমন কথা হয়নি।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, তিনি জনৈক ডাক্তারের কাছে শুনেছেন আজ টিকা আসছে না। তিনি এ ব্যাপারে ডা. শামসুল হকের সঙ্গে আলাপ করে জানাবেন বলে জানান। কিছুক্ষণ পর তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, ‘আসলে তিনি যার কাছ থেকে তথ্য পেয়েছিলেন সেটি ভুল ছিল।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে