দেশে ১১ হাজার ৩৬৪ চিকিৎসকের পদ শূন্য

0
729
Spread the love

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সংসদে জানিয়েছেন, সারাদেশে চিকিৎসকের পদ ১১ হাজার ৩৬৪টি শূন্য রয়েছে। এতে দেখা যায়, দেশের ৬৪ জেলার সবকটিতেই চিকিৎসকের পদ শূন্য রয়েছে। সবচেয়ে বেশি ৩ হাজার ১৮৫টি পদ শূন্য রয়েছে ঢাকায়।

সোমবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বিশেষ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য মামুনুর রশীদের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

তিনি আরও বলেছেন, ওএসডি চিকিৎসকের সংখ্যা বেশি থাকায় ঢাকায় বাড়তি চিকিৎসক দেখানো হয়েছে। এরমধ্যে ৩৮তম বিসিএসের মাধ্যমে ২৯০ জন, ৪০তম বিসিএসের মাধ্যমে ২৬০ জন, ৪১তম বিসিএসের মাধ্যমে ১০০ জন, ৪২তম বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসকের শূন্যপদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে