দ্বিতীয় ডোজের টিকা নিলেন আরও ৭৭১৩ জন

0
897

দেশে ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলছে। বুধবার সারাদেশে সাত হাজার ৭১৩ জন দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ চার হাজার ৭০৮ জন ও নারী তিন হাজার ৫ জন।

এ নিয়ে দ্বিতীয় ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়াল ৪১ লাখ ৯৩ হাজার ৯৫৬ জনে। তাদের মধ্যে পুরুষ ২৬ লাখ ৮০ হাজার ৩৭৮ জন এবং নারী ১৫ লাখ ১৩ হাজার ৫৭৮ জন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৫ এপ্রিল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন। তাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। টিকা নিতে ইচ্ছুক মোট নিবন্ধনকারীর সংখ্যা ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগে চার হাজার ২৬ জন, ময়মনসিংহে ৩৯৯ জন, চট্টগ্রামে দুই হাজার ২৫২ জন, রাজশাহীতে ৬৭ জন, রংপুরে ৩৬১ জন, খুলনায় ১৮৩ জন, বরিশালে ১৩৮ জন এবং সিলেট বিভাগে ২৮৭ জন রয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে