নতুন করোনার কবলে ১৬ দেশ

0
635

করোনাভাইরাসের নতুন স্ট্রেন বা নতুন রূপ দিন দিন ভয়ংকর আকার ধারণ করেছে। নতুন এই রূপকে বৈজ্ঞানিক ভাষায় স্ট্রেন বলা হচ্ছে। দাবি করা হচ্ছে করোনাভাইরাসের এই স্ট্রেনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক। যার জেরে সমগ্র বিশ্ব এই মুহূর্তে রীতিমতো আতঙ্কে রয়েছে। আর ১৬টি দেশের চিকিৎসকরা বলছেন তাদের দেশে এই নতুন করোনা ছড়িয়ে পড়ছে। ফলে কোথাও আবার লকডাউন ঘোষণা করা হচ্ছে। যেসব দেশে দেখা দিয়েছে নতুন করোনা।

ব্রিটেন : এখানেই করোনার আরও বিপজ্জনক এবং সংক্রামক স্ট্রেনের প্রথম খবর মেলে।

সুইডেন : সুইডেন সরকার ব্রিটেন থেকে আসা এক যাত্রীর মধ্যে নতুন স্ট্রেন পায়। এরপর তৎক্ষণাৎ সেই যাত্রীকে আইসোলেশনে রাখা হয়। তবে সুইডিশ সরকার কঠোর নিয়ম প্রয়োগ করে রেখেছে।

ফ্রান্স : ক্রিসমাসের দিন ফ্রান্সে করোনারভাইরাসের নতুন স্ট্রেনের প্রথম ঘটনা প্রকাশ পায়।

স্পেন : এখানে করোনার নতুন স্ট্রেনের চারটি ঘটনা সামনে এসেছে। এই চারজনই সম্প্রতি ব্রিটেন থেকে ফিরে এসেছিল।

সুইজারল্যান্ড : তিনজনের মধ্যে করোনাভাইরাসের একটি নতুন স্ট্রেন পাওয়া গেছে।

ডেনমার্ক : নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা ৯ জন।

নেদারল্যান্ডস : দুই ব্যক্তির দেহে মিলেছে নতুন করোনাভাইরাসের স্ট্রেন।

জার্মানি : এক নারী এই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন।

ইতালি : ব্রিটেন থেকে আসা এক দম্পতির মধ্যে নতুন স্ট্রেন পাওয়া গেছে।

কানাডা : কানাডার অন্টারিওতে এক দম্পতির দেহে মেলে এই নতুন স্ট্রেন। তাদের মধ্যে কেউ কোথাও ভ্রমণ করেননি বা কোনো সংক্রমিত ব্যক্তির সঙ্গে দেখা করেননি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে