নয় মাস পর ৬ শতাংশের নিচে সংক্রমণ হার

0
649
Spread the love

২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮৫, মৃত্যু ১৬

দেশে করোনা সংক্রমণ হার গত ৮ এপ্রিলের পর প্রথম বারের মতো ৬ শতাংশের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৮১টি নমুনা পরীক্ষায় ৭৮৫ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়। শনাক্তের হার ৫ দশমিক ৭৪ শতাংশ। গত ৮ এপ্রিল সংক্রমণ হার ছিল ৫ দশমিক ৫০ শতাংশ। এর মাঝে আর কখনোই ৬ শতাংশের নিচে নামেনি সংক্রমণ হার।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সংক্রমণ হার ৫ শতাংশের নিচে না নামা পর্যন্ত তাকে নিরাপদ সংক্রমণ বলা যাবে না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে নামলেই হবে না, এই ধারা অন্তত চার সপ্তাহ অব্যাহত থাকতে হবে। তাহলেও দুশ্চিন্তা কিছুটা কমবে। এ জন্য করোনা নির্মূল না হওয়া পর্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮৩৩ জন। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ২০ হাজার ৬৯০ জন, মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৩৪ জনের ও সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন ছিলেন পুরুষ ও ৩ জন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৪ জনই ছিলেন ষাটোর্ধ্ব। একজন ছিলেন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, দুজন চট্টগ্রাম এবং একজন করে খুলনা ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণের তথ্য জানানো হয় এবং ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে