প্রয়োজন লকডাউনের সময় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

0
587

যে সব এলাকায় করোনার সংক্রমণ বেশি সেসব এলাকার মানুষ যাতে অন্যান্য এলাকায় ছড়িয়ে না পড়ে সেদিকে নজর দেয়ার পরামর্শ দিচ্ছেন বিশেজ্ঞরা। বিশেষত লকডাউনে ছুটির সুযোগে কেউ যাতে গ্রামে না যায় তা ঠেকানোর ওপর জোর দিচ্ছেন তারা। প্রয়োজন লকডাউনের সময় বাড়ানোরও পরামর্শ বিশেষজ্ঞদের।

করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সংক্রমণ ঠেকাতে সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার।

বিএসএমএমইউর ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সায়েদুর রহমান জানান, আশঙ্কা তৈরি করেছে গত বছরের অভিজ্ঞতা। ছুটি পাওয়ার পর গ্রামে যাওয়ার প্রবণতা তৈরি হয় অনেকের মধ্যে। তাই ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরের মতো অধিক সংক্রমিত এলাকা থেকে কেউ যাতে অন্য এলাকায় না যায় সেদিকে নজর দিতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৯ মার্চ থেকে দৈনিক রোগী শনাক্ত ৫ হাজারের ওপরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদুল কবীর জানান, মানুষের অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে না পারলে সুফল মিলবে না লকডাউনের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে