বন্যায় বিভিন্ন রোগে আক্রান্ত বেড়ে ১০৭৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

0
241
Health commission
Spread the love

বন্যার কারণে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মৃত্যুর সংখ্যা ৯৫ জনই রয়েছে। তবে বন্যাজনিত কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৬৫ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার বিকেলে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এত বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত বন্যাজনিত বিভিন্ন রোগে ১০ হাজার ২০৯ জন আক্রান্ত থাকলেও শনিবার তা বেড়ে ১০ হাজার ৭৭৪ জনে দাঁড়িয়েছে। বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৬৩ জন। আর মৃত্যু হয়েছে ১ জনের। আরটিআইয়ে (চোখের রোগ) আক্রান্ত হয়েছেন ৪৩২ জন। তবে এতে কারও মৃত্যু হয়নি।

বন্যার প্রকোপের এই সময়ে বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপে কেটেছে ১৪ জনকে। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৭ মে থেকে ২ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ ও সিলেট বিভাগে ৫৬ জন ও ঢাকা বিভাগে ১ জনসহ মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে