বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১১ কোটি

0
664

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ১১ হাজার। এর মধ্যে আবার বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। যার সংক্রমণ সক্ষমতা আগের ভাইরাসের চেয়ে অধিক।

এদিকে করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। একই সময় পর্যন্ত ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জনের মৃত্যু হয়েছে।

করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৯৭ হাজার ১৭৪ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ১৭২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ৭৬৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম। দেশে এ পর্যন্ত মোট ৫ লাখ ৪০ হাজার ৫৯২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় মোট ৮ হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে টিকাগ্রহণকারী ৯ লাখ ৬ হাজার ৩৩ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে