বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা চার কোটি ২৪ লাখ ছাড়াল

0
747

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা চার কোটি ২৪ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৭ পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লাখ ৬২ হাজার ৯৫৭ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ১১ লাখ ৪৮ হাজার ৬৯৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৪ লাখ ১৭ হাজার ৫৩১ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ৪৬ হাজার ৯৩১ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ২৯ হাজার ২৮৪ জন।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ লাখ ১৩ হাজার ৬৬৮। এর মধ্যে এক লাখ ১৭ হাজার ৯৯২ জনের মৃত্যু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে