ভুয়া চিকিৎসকের শাস্তি মৃত্যুদন্ড চেয়ে রিট

0
834
Spread the love

ভুয়া চিকিৎসকের সাজা যাবজ্জীবন ও মৃত্যুদন্ডসহ আর্থিক জরিমানার বিধান চেয়ে হাই কোর্টে রিট করা হয়েছে। গতকাল জনস্বার্থে আইনজীবী জে আর খান রবিন হাই কোর্টে এ রিট আবেদন করেন। রিটে আইন সচিব, স্বাস্থ্য সচিব, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। পরে আইনজীবী রবিন জানান, রিটে ‘বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ধারা ২৮(৩) ও ২৯(২) সংশোধন করে ভুয়া ডাক্তারের সাজা তিন বছর ও জরিমানা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন অথবা মৃত্যুদন্ডসহ জরিমানার আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে ধারা ২৮(৩) ও ২৯(২) সংশোধন করে সাজা তিন বছর ও জরিমানা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে যাবজ্জীবন অথবা মুত্যুদন্ডসহ জরিমানার সুপারিশ করা হবে না- এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে