মডার্নার টিকা দেশে আমদানির আবেদন করেছে রেনেটা

0
942
Spread the love

মডার্নার টিকা দেশে আমদানির জন্য আবেদন করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা। তাদের কাগজপত্র ওষুধ প্রশাসন অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

সোমবার (৩ মে) দুপুরে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, মডার্নার টিকা অতি শীতল তাপমাত্রায় রাখতে হয়। এটি রাজধানীতে রেখে প্রয়োগের উপযোগিতা আছে।

চীন ও রাশিয়ার টিকা আনার প্রক্রিয়া চলছে জানিয়ে ডা. এবিএম খুরশীদ বলেন, কবে আসবে তা জানা নেই।

সিনোফারমের ৫ লাখ ডোজ উপহারের টিকা গ্রহণের বিষয়ে সম্মতি দেয়া হয়েছে। তবে তারা কবে দেবে, তা এখনো জানায়নি বলেও জানান ডা. এবিএম খুরশীদ আলম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে