মন্ত্রী আক্রান্ত, কোয়ারেন্টিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী!

0
809

কোভিড-১৯ পজিটিভ এক মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে ইয়াসিন ধর্ম-বিষয়কমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল বাকরির আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, পরীক্ষায় বাকরির করোনাভাইরাস পজিটিভ ফল এসেছে।

এরপরই গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের কোভিড-১৯ সংক্রান্ত বৈঠকে বাকরির ঘনিষ্ঠ সংস্পর্শে যারা ছিলেন, তাদের জন্য বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি করা হয়।

সেই নির্দেশ মেনে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শেই প্রধানমন্ত্রী তার বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন বলে জানিয়েছেন।

তবে এতে সরকারি কাজে কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী ইয়াসিন। তিনি বলেন, ‘আমি বাড়ি থেকেই কাজ চালিয়ে যাব এবং প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করব।’

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার দেশটিতে নতুন ৪৩২ জন নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে। মহামারির শুরু থেকে একদিনে শনাক্ত হওয়া রোগীর সংখ্যায় এটি নতুন রেকর্ড।

উচ্চ-সংক্রমণের এই ধারা চলতে থাকলে করোনাভাইরাসের সব কড়াকড়ি আবার আরোপ করা হতে পারে বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

সূত্রঃ যায়যায়দিন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে